• উত্তর চট্টগ্রাম

    ভুজপুর জনতার হাত গরু চোর আটক

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৪ , ৪:২০:০১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ভুজপুরে জনতার হাতে ৩টি গরুসহ রহিম (৩২) এবং রহমত উল্লাহ (৩৩) নামের ২চুর আটক করেছে জনতা।
    ১ সেপ্টেম্বর রবিবার ভোর রাতে ভুজপুর থানার ২নং দাতঁমারা ইউপি ৪নং ওয়ার্ডের ছোট বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে।




    আটককৃত রহিমে বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলা। রহমত উল্লাহ দাতঁমারা ইউপি ৪নং ওয়ার্ডে ছোট বেতুয়া এলাকার হানজালার ছেলে বলে জানা যায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, ৪নং ওয়ার্ডের ছোট বেতুয়া আবুল কালামের ৩টি গরু নিয়ে চোর চক্র পালিয়ে যাচ্ছিল। স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে ভুজপুর থানা এলাকা থেকে গাড়ি আটক করলে সাঙ্গে থাকা ২জন পালিয়ে গেলে ও রহিম নামের এক ড্রাইভারকে জনতা ধরতে সক্ষম হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় রহমত উল্লাহকে আটক করে জনতা।




    ভুজপুর থানাধীন দাতঁমারা কেন্দ্রের এসআই নাজির হোসেন বলেছেন আমাকে ভোরে জানিয়েছেন। আমি থানায় হস্তান্তর করতে বলেছি। আমি কাজে গতকাল থেকে ভুজপুর থানার বাহিরে আছি। পরে কি হয়েছে বিষয়টির ব্যাপার নিশ্চিত নয়।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content