• জাতীয়

    ‘জাতির পিতার’ পরিবারের নিরাপত্তা আইনের বৈধতা চ্যালেঞ্জ

      প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৪ , ৫:২৪:১০ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: ‘জাতির পিতার’ পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে।

    সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জনস্বার্থে রোববার এ রিট দায়ের করেন।




    বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

    আইনজীবী মনিরুজ্জামান জানান, জাতির পিতার পরিবার- সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপান্তিকে।

    রিটে জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ এর ধারা ২(খ), ২(গ), ৮(১), ৮(৩), ৮(৪) এবং ৯(২), যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ লেখা আছে, সেগুলো অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করার জন্য প্রার্থনা করা হয়েছে।




    ওই আইনের মাধ্যমে ইতিমধ্যে তারা যে সুবিধা ভোগ করেছেন এবং যেসব সম্পত্তি বিশেষ সুবিধায় পেয়েছেন তা পুনরুদ্ধার করার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি অতি দ্রুত আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে ‘জাতির পিতার পরিবার-সদস্যদের বিশেষ নিরাপত্তা বিধান’ বন্ধ করার জন্য প্রার্থনা করা হয়েছে।

    বিবাদী আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ‘জাতির পিতার’ পরিবার-সদস্যরা যে সব সুবিধা ভোগ করেছেন, তার জন্য রাষ্ট্রের খরচ নিরুপন এবং যে সব সম্পত্তি বিশেষ সুবিধায় তারা পেয়েছেন তার একটা প্রতিবেদন তৈরি করে আদালতে প্রদান করার জন্য প্রার্থনা করা হয়েছে।




    আরও খবর 17

    Sponsered content