• উত্তর চট্টগ্রাম

    নিজ দলের নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত কেন্দ্রীয় বিএনপি নেতা

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৪ , ৪:১৫:১৩ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে।

    শনিবার (১৭ আগস্ট) দুপুরে মীরসরাই উপজেলায় বড়তাকিয়ায় এলাকায় মুক্তিযোদ্ধা দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফের বাড়িতে ঘটনা ঘটে।




    এসময় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা তাকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

    এতে গোলাম আকবর খোন্দকারকে ধাক্কা দিতেও দেখা গেছে বিক্ষুদ্ধ নেতাকর্মীদের। এরপর অবস্থা আরও বেগতিক হলে সেনাবাহিনী খবর দেওয়া হয়। সেনাবাহিনীর একটি টিম এসে তাকে (গোলাম আকবর) অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে যায়। এসময়ও বিএনপির বিক্ষুদ্ধ নেতাকর্মীরা গোলাম আকবর খোন্দকারকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতেও ভিডিওতে দেখা যায়।




    মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, তথাকথিত বিএনপি নেতা মনিরুল ইসলাম ইউসুফের বাড়ি থেকে গত ১০ বছরে বিএনপির কোন কার্যক্রম হয়নি। যুবলীগ নেতা গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন এমন খবর ছিলো বিএনপি নেতাকর্মীদের কাছে। শনিবার দুপুরে তাকে উদ্ধার করতে ওই বাড়িতে যান বিএনপির জেলা আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।




    বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, ঢাকা যাওয়ার পথে ইউসুফ সাহেবের বাসায় দাওয়াত ছিল। সেখানে যাওয়ার পথে কয়েকজন নেতাকে বলেছি, তারাও এসেছিল। ৩০ মিনিট পরে নুরুল আমিন চেয়ারম্যান ২ শত জনের মতো মানুষ নিয়ে সেখানে উপস্থিত হয়। ইউসুফ সাহেবের ছেলে নাকি যুবলীগের কেন্দ্রীয় নেতা ছিল, আমাদের জানা ছিল না।




    আরও খবর 27

    Sponsered content