• জাতীয়

    মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ১০:৫০:৫৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর-জি কাভারেজ রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

    বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী দুপুর ১টার দিকে জানিয়েছেন, তারা ফোর-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।




    একটি মোবাইল অপারেটরের সূত্র জানিয়েছে, সারা দেশে ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশনা তারা পেয়েছেন।

    গ্রামীণফোন এক বিবৃতিতে জানায়, কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

    সাম্প্রতিক কোটা আন্দোলনে হতাহতের জন্য শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করা হয়। পাশাপাশি রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।




    এই কর্মসূচি বাস্তবায়নে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে তাদের প্রতিরোধে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content