• আন্তর্জাতিক

    রোববার ভিসা সার্ভিস বন্ধ রাখবে ঢাকার মা‌র্কিন দূতাবাস

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২৪ , ১১:৩৪:৩৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: আগামীকাল রোববার (৪ আগস্ট) সব ধর‌নের ভিসা সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। একই সঙ্গে মা‌র্কিন নাগ‌রিক‌দের প‌রি‌ষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বা‌তিল ক‌রে‌ছে।




    শ‌নিবার (৩ আগস্ট) রা‌তে ঢাকায় মা‌র্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

    এ‌তে বলা হয়, আগামীকাল সমস্ত ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হবে। তবে পরবর্তী তারিখে তা পুনঃনির্ধারিত করা হবে। মার্কিন দূতাবাস আগামীকাল রোববার সী‌মিত কার্যক্রমের জন্য খোলা থাক‌বে।




    যারা জরুরি ভ্রমণ কর‌তে চায় তা‌দের উ‌দ্দে‌শে বলা হ‌য়ে‌ছে, জরুরি ভ্রমণ পরিকল্পনাসহ আবেদনকারীরা ustraveldocs.com-এ একটি দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পার‌বে।

    0Shares

    আরও খবর 15

    Sponsered content