প্রতিনিধি ১৩ জুলাই ২০২৪ , ১০:২৯:১৮ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: ‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের মতো ১৩ জুলাই শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন এমএসকে ফাউন্ডেশনের উপদেষ্টা ও চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম।
পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন সুধীজনেরা।
গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমে অংশ নেন আলহাজ্ব মোহাম্মদ সামশুল আলম, মাওলানা এম সোলাইমান কাসেমী, মাওলানা কাজী মোহাম্মদ মুফিজুর রহমান,মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কফিল উদ্দিন, মোহাম্মদ কুতুব উদ্দিন, নজরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
এমএসকে ফাউন্ডেশনের উপদেষ্টা কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম বলেন, দেশের প্রতিটি সংগঠন ও নাগরিকের উচিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশকে সবুজে ভরপুর করে তোলা। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। বায়ুদূষণসহ নানা ধরনের দূষণ থেকে দেশবাসী মুক্ত থাকতে পারবে। সবাই যদি ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ ও পরিচর্যা করে তাহলে সারাদেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে; পুষ্টিচাহিদা পূরণ হবে, আর্থিকভাবেও দেশ ও জনগণ উপকৃত হবে। সবুজ আচ্ছাদিত সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের প্রত্যেক নাগরিককেই এগিয়ে আসা উচিত। তবে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষনিধনের বিষয়টি শক্ত হাতে দমন করতে হবে প্রশাসনকে।