• পার্বত্য চট্টগ্রাম

    দূর্গম অঞ্চলে শিশু সদনে সৌর বিদ্যুৎ সামগ্রী প্রদান

      প্রতিনিধি ১০ জুলাই ২০২৪ , ১০:১০:২৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মোঃ শহিদুল ইসলাম শহীদঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়াধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ টিআর কর্মসূচির প্রকল্প হতে “রুংনৈ শিশু সদনে ছাত্র ছাত্রীদের শিক্ষার ব্যবস্থার মান উন্নয়নের আলোকে সৌর বিদ্যুৎ সামগ্রী,সোলার প্যানেল প্রদান করা হয়।




    ১০জুলাই দুপুরে সরেজমিনে গিয়ে বিদ্যুৎ সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (থানচি )মোঃ মামুন। এতে সাথে ছিলেন এলজিইডি প্রকৌশলী এমদাদুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (থানচি) মুশফিকুর রহমান।

    এতে সদনের শিক্ষক মেনয়াং ম্রোসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




    উল্লেখ্য যে, উপরোক্ত শিশু সদনে বিদ্যুৎ সংযোগ না থাকায় সদনে থাকা ছাত্র ছাত্রীদের লেখা পড়া,থাকা খাওয়ার কাজে বিভিন্ন সমাস্যার সম্মুখীন হতে হয় সোলার সামগ্রী প্রদান করার কারণে তা অনেক লাঘব হয়েছে।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content