• খেলাধুলা

    চট্টগ্রামে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ১০:৪৪:৩২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফজলে নুর বাপ্পির সহযোগিতায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল গতকাল ৭জুলাই আতুরার ডিপুস্থ দারুল হেরা এতিমখানা ও মাদ্রাসায় দুপুরে সংগঠনের সভাপতি শহীদুর রহমানে সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।




    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফজলে নুর বাপ্পি, দাবা অরবিটার প্রকৌশলী এস এম তারেক, আবু মহসিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল আমিন, অর্থ সম্পাদক আসিফ মাহমুদ সহ অন্যান্য সদস্যদের মধ্যে সাজিদ বিন জাহিদ, রাব্বি সেলিম, মোঃ সুলতান খাদেম প্রমুখ।




    দোয়া মাহফিল শেষে প্রায় দুই শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    উল্লেখ যে,গত ০৫ জুলাই ঢাকায় জাতীয় দাবা লিগের ১২তম রাউন্ড খেলা চলাকালীন সময়ে হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content