• জাতীয়

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

      প্রতিনিধি ৫ জুলাই ২০২৪ , ৯:৫২:৩৫ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শুক্রবার (জুলাই ৫) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।




    বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর তার সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

    এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেমা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে স্বাধীনতার জন্য শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

    দোয়া ও মোনাজাতে পরিবারের সদস্যগণও অংশ নেন।




    এর আগে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী উপলক্ষে এ সেতুর মাওয়া প্রান্তে এক সুধী সমাবেশ যোগ দেন।

    গত ৩০ জুন পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়। এ উপলক্ষে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    শনিবার (৬ জুলাই) গোপালগঞ্জে কয়েকটি কর্মসূচিতে যোগদান শেষে বিকেলে ঢাকায় ফিরবেন তিনি।




    আরও খবর 17

    Sponsered content