• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকার সর্বস্ব ছিনতাই

      প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ১০:০০:১০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে এক শিক্ষিকার টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।

    সোমবার (০১ জুলাই) সকালে নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কের মদিনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।




    জানা গেছে, আজিমনগর আহমদীয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাশেদা আক্তার সিএনজিচালিত অটোরিকশায় স্কুলে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। অটোরিকশায় যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারী মদিনা মাদ্রাসার সামনে এলে অস্ত্র দেখিয়ে তার সবকিছু ছিনিয়ে নেয়।




    ভুক্তভোগী রাশেদা আক্তার বলেন, আমার বাড়ি থেকে স্কুল এক কিলোমিটারের মধ্যে। ওই অটোরিকশা চালকসহ সবাই উঠতি বয়সের ছিনতাইকারী। তারা আগে থেকেই অটোরিকশায় বসা ছিল। অস্ত্রের মুখে জিম্মি করে মুখ ও গলা চেপে ধরে আমার টাকা, মোবাইল ও কানের দুল ছিনিয়ে নেয় তারা।




    ফটিকছড়ি থানার ওসি নুরুল হুদা জানান, পুলিশ শিক্ষিকার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content