• আন্তর্জাতিক

    ভোটের আগে ‘বেঁকে বসেছেন’ ট্রাম্পের স্ত্রী মেলানিয়া

      প্রতিনিধি ৩০ জুন ২০২৪ , ১১:৩৩:৫১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আন্তর্জাতিক ডেস্ক : সামনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের দৌড়ে ব্যস্ত সময় পার করছেন ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    কিন্তু এরইমধ্যে বেঁকে বসেছেন তার স্ত্রী মেলানিয়া। তিনি নাকি ট্রাম্পর সঙ্গে ‘চুক্তিও’ করে ফেলেছেন।




    কী সেই চুক্তি?
    জানা গেছে, ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যান। তাহলে মেলানিয়া তাকে ২৪ ঘণ্টা ফার্স্টলেডি হিসেবে সময় দিতে পারবেন না। এমনকি তিনি হোয়াইট হাউসে নাও ফিরতে পারেন। এ নিয়েই নাকি ‘চুক্তি’ হয়েছে দুজনের মধ্যে।

    ভোটের প্রচারেও মেলানিয়াকে খুব একটা দেখা যাচ্ছে না।




    পেজ সিক্স-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মেলানিয়া তার স্বামীর সঙ্গে একটি চুক্তি করেছেন যে, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ২৪ ঘণ্টা ফার্স্ট লেডির দায়িত্ব পালন করতে পারবেন না।

    কারণ হিসেবে বলা হয়েছে, সাবেক ফার্স্ট লেডি তার ছেলে ব্যারন ট্রাম্পের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান বলেই এই চুক্তি করেছেন। ১৮ বছর বয়সী এই তরুণ শিগগিরই নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন এবং মেলানিয়া ট্রাম্প তাকে নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করতে চান।




    মেলানিয়া সন্তানের প্রতি খুবই যত্নশীল। এরইমধ্যে প্রতি সপ্তাহে কিছুটা সময় তিনি নিউ ইয়র্কে কাটানোর পরিকল্পনাও করছেন।

    0Shares

    আরও খবর 15

    Sponsered content