• শিল্প-সাহিত্য

    প্রগতি সাহিত্য সংসদের জমজমাট সাহিত্য আড্ডা

      প্রতিনিধি ৩০ জুন ২০২৪ , ১০:৫৮:১৯ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: চট্টগ্রাম একাডেমিতে প্রগতি সাহিত্য সংসদের জমজমাট সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত, শিশু সাহিত্যিক কবি রাশেদ রউফ, খ্যাতিমান শিশু সাহিত্যিক কবি উৎপল কান্তি বড়ুয়া, স্বকাল সাহিত্য সংসদের পরিচালক কবি ও শিশু সাহিত্যিক অরুণ শীল, কিশোর বেলার সম্পাদক কবি শিশু সাহিত্যিক অমিত বড়ুয়া, স্লোগান পত্রিকার সাহিত্য সম্পাদক শিশু সাহিত্যিক ইফতেখার মারুফ, অধ্যাপক সূপ্রতিম বড়ুয়া।




    প্রগতি সাহিত্য সংসদের সভাপতি কবি ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি- শিশু সাহিত্যিক সালাম সৌরভের সঞ্চালনায় সংসদের সহ-সভাপতি কবি লিপি বড়ুয়া, আলোচনা, গান, কৌতুক,ছড়া কবিতা, আবৃত্তি লেখাপাঠে অংশগ্রহণ করেন সংসদের নির্বাহী সভাপতি ,শিশু সাহিত্যিক-কবি মির্জা মোহাম্মদ আলী, নির্বাহী সভাপতি শিশু সাহিত্যিক, কবি নান্টু বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি কবি ও শিশু সাহিত্যিক তানভীর হাসান বিপ্লব, সিনিয়র সহ সভাপতি কবি মলি ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কবি আলমগীর হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য কবি ও শিশু সাহিত্যিক অপু চৌধুরী, কবি ও সাহিত্যিক মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, কবি ও শিশু সাহিত্যিক লিটন কুমার চৌধুরী,কবি ও শিশু সাহিত্যিক প্রদ্যুৎকুমার বড়ুয়া, কবি অভিলাষ মাহমুদ, সাহিত্য সংগঠন আলোর প্রত্যাশার সভাপতি কবি সেলিম তালুকদার আকাশ, কবি ও শিশু সাহিত্যিক আজিজ রহমান, সংগঠক এম কামাল উদ্দিন, শিশু সাহিত্যিক কবি নাটু বিকাশ বড়ুয়া, কবি ও শিশু সাহিত্যিক জোনাকি দত্ত, কবি জায়তুন্নেসা, প্রাবন্ধিক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, কবি সুচিত্রা ভট্টাচার্য বড়ুয়া, কবি ও শিশু সাহিত্যিক গৌতম কাননগো, কবি পুষ্পিতা সেন, কবি শিমলা চৌধুরী, কবি মারজিয়াকানম সিদ্দিকী, কবি শুভাশিস দত্ত, কবি লিপি তালুকদার, কবি শবনম ফেরদৌসী, কবি আনিস শাহরিয়া, কবি নীল রতন দাশগুপ্ত ‌সহ প্রায় অর্ধশতাধিক কবি সাহিত্যিকদের জমজমাট আড্ডায় চট্টগ্রাম একাডেমী প্রাণচঞ্চল মুখরিত হয়ে ওঠে।




    আরও খবর 32

    Sponsered content