• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৯ জুন ২০২৪ , ১১:৪৭:৩২ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : খেলাধুলায় কেবল মাত্র বিনোদনের অঙ্গ নয়। শারীরিক ও মানসিক সুস্হতা বিকাশের ক্ষেত্রে ও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিশ্বে নানা প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলা পেয়েছে নতুন মাত্রা।

    ২৯জুন শনিবার বিকেল ৪টায় ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে চট্টগ্রাম আন্তঃ স্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৪’র ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি।




    বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী, ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আকতার নুপুর, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন, সহকারি কমিশনার ভূমি মুহাম্মদ মিছবাহ উদ্দিন, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মুহাম্মদ সালেহ তুহিন, ভুজপুর ইউনিয়নের চেয়ারম্যান এস,এইচ,এম শাহজাহান চৌধুরী শিপন, রোসাংগিরী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব আল ছালেহী,ফটিকছড়ি উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, খেলা পরিচালনা করেন রেফারী আবদুর রহমান।




    ভাষ্যকার ছিলেন মুহাম্মদ আরিফ, ইন্জিনিয়ার মুহাম্মদ সাজ্জাদ হোসন,নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইফতেখার উদ্দিন লাভলু, আবদুল আল মামুন, রাশেদুল আলম উপজেলা আওয়ামিলীগের শিক্ষা ও মানব বিষয়ক মুহাম্মদ আবু বশর, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম মেম্বার প্রমুখ।




    ফাইনাল খেলা প্রতিদ্বীন্তি ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বনাম নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়।প্রথম ত্রিশ মিনিটে কোনো পক্ষ গোলের দেখা না ফেলে ও ২য় ত্রিশ মিনিটে আবু সোবহান উচ্চ বিদ্যালয় ১-০গোলে ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন । খেলার শেষে অতিথিবৃন্দরা বিজয়ী দলকে চ্যাম্পিয়ানশিপ ট্রপি ও বিজিতাদের হাতে রানাপ ট্রপি তুলে দেন।




    আরও খবর 27

    Sponsered content