• উত্তর চট্টগ্রাম

    মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

      প্রতিনিধি ২৭ জুন ২০২৪ , ১০:৩৬:০৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: মীরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এতে প্রায় তিন ঘণ্টা চট্টগ্রামমুখী ও এক ঘণ্টা ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ ছিল।বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বড়তাকিয়া রেল স্টেশন সংলগ্ন আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    ট্রেনটি আটকে পড়ায় মিরসরাই-নারায়ণহাট সড়কে যানজট সৃষ্টি হয়।




    ট্রেনের লোকোমাস্টার মো. শাহাজাহান বলেন, আগুন দেখার সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে দিয়ে ৯৯৯ নম্বর ও বড়তাকিয়া স্টেশন মাস্টারের কাছে খবর দিলে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শহর থেকে অতিরিক্ত একটি রিলিফ ট্রেন এসে এই ট্রেনটি নিয়ে গেছে।

    মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর পেয়ে পানিবাহী গাড়ি থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। এরপরেও আগুন নিয়ন্ত্রণে না আসায় পাম্প বসিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।




    বড়তাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদৌহা বলেন, আমবাড়িয়া এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ডাউন লাইনে প্রায় ৩ ঘণ্টা ও আপ লাইনে ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিলিফ ট্রেনের সাহায্যে ট্রেনটি উদ্ধার করে বড়তাকিয়া স্টেশনে নিয়ে আসা হয়। পরে সকাল ১১টা থেকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content