• জাতীয়

    নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত: হানিফ

      প্রতিনিধি ১৬ জুন ২০২৪ , ১০:৩৯:৪৯ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মিয়ানমারের কয়েকটি জাহাজ তাদের সীমানার মধ্যে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের কিছু বলার নেই।

    নিরাপত্তার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে, কখনো হুমকি মনে করে তাহলে মোকাবিলা করবে। এক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর প্রতি সবার আস্থা রাখা উচিত। এমন কোনো সমস্যায় পড়েনি যে ক্ষেত্রে তাদের সাহসী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।




    রোববার (১৬ জুন) দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

    হানিফ বলেন, বাংলাদেশ কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে জিএম কাদের তিনিই ভালো বলতে পারবেন। যারা সরকারের বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলে তাদের অবশ্য নিজের চেহারা আয়নায় দেখে এসব কথাবার্তা বলতে বলেন হানিফ।




    এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




    আরও খবর 17

    Sponsered content