• উত্তর চট্টগ্রাম

    মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

      প্রতিনিধি ২ জুন ২০২৪ , ৯:৫৫:১৫ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে “ভিটামিন-এ খাওয়ান শিশুর মৃত্যুর ঝুকি কমান” এই শ্লোগানে ১ জুন শনিবার সূর্যগিরি আশ্রম মিলনায়তনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়।




    ক্যাম্পইন উদ্বোধন করেন সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই ।




    এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ধীমান দাশ, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, উপদেষ্টা তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সুজন শীল, মহিলা সম্পাদিকা অর্চ্চনা রাণী আচার্য, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সোমা চৌধুরী সুমি, এড. রূপনা রানী আচার্য প্রমূখ।

    সারাদেশে জাতীয় ভিটামিন ক্যাম্পেইন নীল টেবলেট ৬ থেকে ১১ মাস ও লাল টেবলেট ১২ মাস ৫৯ মাস পর্যন্ত খাওয়ানো হয়।




    আরও খবর 27

    Sponsered content