• জাতীয়

    বঙ্গবন্ধু টানেলে যান চলাচল বন্ধ

      প্রতিনিধি ২৬ মে ২০২৪ , ৯:৩৫:১৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : ঘূর্ণিঝড় রিমালের কারণে ঝুঁকি এড়াতে রোববার (২৬ মে) সন্ধ্যা থেকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল ‘বঙ্গবন্ধু টানেল’ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।




    দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    প্রতিমন্ত্রী বলেন, আমরা চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল আজ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে বিকেল তিনটা থেকেই টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী গোলাম সামদানী হিমেল।




    তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেল ৩টা থেকে টানেলে যান চলাচল বন্ধ থাকবে। দুর্যোগ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত টানেল বন্ধ থাকবে।

    ঘূর্ণিঝড় রিমাল নিয়ে ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের প্রায় প্রতিটি বিভাগে বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

    রোববার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইতোমধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।




    0Shares

    আরও খবর 17

    Sponsered content