• সারাদেশ

    ভারতে পাচার ৩ বাংলাদেশী নারীকে ৩ বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর

      প্রতিনিধি ২২ মে ২০২৪ , ৯:২৩:৩০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: ওমর সিয়াম: বিভিন্ন প্রলোভনে পড়ে ভালো চাকরির আশায় অবৈধ পথে ভারতে পাচারের শিকার ৩ বাংলাদেশী নারী দীর্ঘ ৩ বছর কারা ভোগের পর বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।বুধবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।




    নৌম্যানসল্যানডে দুদেশের স্থানীয় প্রশাসন উপস্থিত থেকে তাদেরকে রিসিভ করেন।নারীরা হলো জেসমিন আক্তার,(৩৬ ) স্বামী:আবু জাফর মন্ডল গ্রাম: বেলসন , পোস্ট: ভালো শোন থানাঃ কাহালু , জেলাঃ বগুড়া, লাইলী বেগম ( ২১) স্বামী:জামাল খান , গ্রাম : পালট , পোস্ট: পালট,থানা-রাজাপুর , জেলা-ঝাল কাঠি, রোকসানা ( ২৪)  পিতাঃ শাহেদ আলী গ‍্রামঃবাঁহাটা পোস্ট:পটিয়াদী থানাঃ পটিয়াদী জেলাঃ কিশোরগঞ্জ।




    ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম জানান ৩ নারীকে বেনাপোল ইমিগ্রেশন আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানার নিকট হস্থান্তর করা হয়েছে।

    0Shares

    আরও খবর 4

    Sponsered content