প্রতিনিধি ২২ মে ২০২৪ , ১:০৯:০৩ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক: মুক্তি পেয়েছে নতুন গানচিত্র ‘তোর প্রেমেতে’। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে মুক্তিপ্রাপ্ত গানটিতে কন্ঠ দিয়েছেন সামজ।
গানের কথা লিখেছেন আশিক মিনি। সুর ও সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়। এই গান দিয়ে প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন ছোটো পর্দার পরিচিত মুখ জয়নাল জ্যাক। সঙ্গে মডেল হয়েছেন ফারহানা জাহান ও অপু। ইয়াসিন আরাফাত বিহনের পরিচালনায় গানটির সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রনি শিকদার জিতু।
গান প্রসঙ্গে জয়নাল জ্যাক বলেন, ‘দীর্ঘদিন ধরে অভিনয় করলেও এবারই প্রথস কোনো মিউজিক ভিডিও করলাম। একেবারেই নতুন অভিজ্ঞতা। ভালো লেগেছে।’
ফারহানা জাহান বলেন, ‘গানটি অনেক পছন্দের একটি গান। ভিডিওটিতে জ্যাক ভাইকে কো আর্টিস্ট পেয়ে ভালো লেগেছে।’
কন্ঠশিল্পী সামজ বলেন, ‘লায়নিক মিউজিক আমার ঘরের মতো। এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে। এর বাইরেও এই প্রতিষ্ঠান থেকে আরো একাধিক গান রয়েছে মুক্তির অপেক্ষায়।