প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ৯:০০:৫৩ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি পৌরসভার সদর বিবিরহাট বাসস্ট্যান্ডে রাস্তা থেকে চাদঁবাজির অভিযোগে ৫ জনকে আটক করে RAB। আটককৃতরা হলেন- ফটিকছড়ি উপজেলার মৃত সুবল চন্দ্র পুত্র বিমল বড়ুয়া (৬৫), ভুজপুর এলাকার আব্দুস শুক্কুরের পুত্র আব্দুল হালিম (৪০), ফটিকছড়ি উপজেলার আবুল হাসেমের পুত্র মোঃ রাসেল (৩৮), ফটিকছড়ি উপজেলার মৃত নুরুল ইসলাম ছেলে আব্দুল গনি (৩৫) ও ফটিকছড়ি উপজেলার আহামদ হোসেনেরব পুত্র মোঃ শাহজাহান (৪৩)।
আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরী চাদঁগাও এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার এলাকায় বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে নামে বেনামে ভূয়া রশিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমান অর্থ চাঁদাবাজি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।