• পার্বত্য চট্টগ্রাম

    বান্দরবান পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

      প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১০:৫১:৪১ প্রিন্ট সংস্করণ

    মো: শহিদুল ইসলাম শহীদঃ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিএর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বান্দরবানের থানচি ও রুমা উপজেলার বিভিন্ন অপারেশন এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।




    বিজিবি মহাপরিচালক সোমবার ১৩ মে সোমবার সকালে বিজিবি’র বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮ বিজিবিতে পরিদর্শন করেন, এতে সাথে ছিলেন ৩৮বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান পিএসসি এসি।

    ৩৮ জোনের কর্মরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন,মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক সবাইকে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন,এরপর বিজিবি মহাপরিচালক বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ স্পটহাইট টিওবি, থানচি বিওপি এবং থানচি বাজার পোস্ট পরিদর্শন করেন।




    পরে বিজিবি মহাপরিচালক রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবি এর ব্যাটালিয়ন সদর এবং এর অধীনস্থ দোপানিছড়া বিওপি পরিদর্শন করেন।

    পরিদর্শনকালীন বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক জিএস শাখা বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার, বান্দরবান সেক্টর কমান্ডার, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডারসহ বলিপাড়া ও রুমা ব্যাটালিয়নের অধিনায়কগণ,বিজিবি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    আরও খবর 29

    Sponsered content