• মহানগর

    সাম্পান খেলায় চ্যাম্পিয়ন তারেক মাঝি

      প্রতিনিধি ১০ মে ২০২৪ , ১১:০২:৪৩ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র আয়োজিত সাম্পান খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন চরপাথরঘাটা কর্ণফুলীর তারেক মাঝি।

    দ্বিতীয় হয়েছেন শিকলবাহার ইসমত উল্লাহ শাহ।তৃতীয় স্থান অধিকার করেছে মতিয়াল্লী শাহ-১।




    শুক্রবার (১০ মে) বর্ণিল আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন, দখল দূষণের কারণে নদী দূষিত এবং সংকুচিত হচ্ছে। লবণাক্ততা হালদা পর্যন্ত চলে গেছে। যে কারণে নগরবাসী পানি পাবে না। গ্রাম মফস্বলের টিউবওয়েলে পানি থাকবে না। পানি উঠলেও তা লবণাক্ত হবে। তাছাড়া দেশের অর্থনীতি সচল রাখতে কর্ণফুলীর গতিপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে। আমরা কর্ণফুলী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সব ধরনের ব্যবস্থা নেব।




    উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, কর্ণফুলী দেশের অর্থনীতির সঞ্চালক। এর বিকল্প নেই। আমরা চাটগাঁইয়া নওজোয়ান যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করে তা প্রতিহত করতে হবে।

    সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা ১৪৩১ আয়োজক কমিটির চেয়ারম্যান হায়দার আলী রনির সভাপতিত্বে সেলিমুল হক ও দিলরুবা খানমের সঞ্চালনায় বক্তব্য দেন লায়ন এমডি এম মহিউদ্দীন চৌধুরী, লায়ন কোহিনূর কামাল, লায়ন মো. হাকিম আলি, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার আহ্বায়ক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সোলাইমান তালুকদার, দিদারুল ইসলাম চৌধুরী প্রমুখ।




    আরও খবর 25

    Sponsered content