প্রতিনিধি ১০ মে ২০২৪ , ১০:৫১:১৪ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা ফটিকছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডে পুকুরে ডুবে মোঃ আশফাক আহবাবত (সাড় তিন বছর) এক শিশুর মৃত্যু হয়েছে।
৯ মে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় খেলতে খেলতে বাড়ির দক্ষিণ পাশে পুকুরে পড়ে ডুবে যায়।
সে ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া গ্রামের মোহাম্মদ মুন্সি বাড়িরও ফটিকছড়ি কোর্ট পাড় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাজান সওদাগরের ছোট ছেলে। নিহত আহবাবত এর বাবা ও স্বজনরা বলেন, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় একপর্যায়ে বাড়ির সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়।
শিশুটিকে কোথাও দেখতে পেয়ে পরিবার ও বাড়ির লোকজন তাদের খুঁজাখুঁজি করতে থাকে। প্রায় ঘন্টা খানেক পর পুকুরে তার লাশ ভাসতে দেখে। পুকুর থেকে উদ্ধার করে স্কয়ার ক্লিনিক ও ২০ শষ্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কর্মকর্তা মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন, এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই। দূর্ঘটনাটি খুবই হৃদয় বিদারক। অবুঝ শিশুটি মৃত্যুতে এলাকায় শুকের ছায়া নেমে এসেছে। তিনি সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানান