• মহানগর

    ৩২ সংগঠনের সম্মিলিত সংগীত উৎসব শুক্রবার

      প্রতিনিধি ৯ মে ২০২৪ , ১০:৫৯:৪১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল ৩২টি সংগীত সংগঠনের সম্মিলিত উদ্যোগে শুক্রবার (১০ মে) ‘চট্টগ্রাম সংগীত উৎসব’ অনুষ্ঠিত হবে।

    ‘আমরা আজ মিলেছি জীবনের এক মোহনায়’ – এ স্লোগানকে ধারণ করে সম্মিলিতভাবে চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করতে ‘চট্টগ্রাম সংগীত সংগঠন মোর্চা’ এ অনুষ্ঠানের আয়োজন করছে।এর মধ্য দিয়ে চট্টগ্রাম সংগীত সংগঠন মোর্চার আত্মপ্রকাশ হবে।




    শুক্রবার বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে একুশে পদকপ্রাপ্ত চার গুণীজন উপস্থিত থাকবেন।

    এঁরা হলেন- সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং নাট্যজন আহমেদ ইকবাল হায়দার।




    অনুষ্ঠানে সংগীত পরিবেশনাকারী ৩২টি সংগঠন হলো- রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, উদীচী চট্টগ্রাম, রক্তকরবী, লালন পরিষদ, সাংস্কৃতিক ইউনিয়ন, সারগাম সঙ্গীত পরিষদ, স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন, নজরুল কালচারাল একাডেমী,দেবাঞ্জলি সঙ্গীতালয়, গীতধ্বনি সঙ্গীত অঙ্গন, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, বিশ্বতান সংগীত, শ্রুতিনন্দন, আওয়ামী শিল্পীগোষ্ঠী, সঙ্গীত তীর্থ, সঙ্গীত ভবন, অদিতি সঙ্গীত নিকেতন, সুরধ্বনি সাংস্কৃতিক অঙ্গন, কলাবন্তী সঙ্গীত একাডেমী, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, সাংস্কৃতিক পরিষদ, রাগেশ্রী, বিবেকানন্দ সঙ্গীত নিকেতন, ফতেয়াবাদ সংগীত নিকেতন, ঠুমরী সংগীতালয়, কালচারাল পার্ক রাউজান, পূর্বা ও ইমন কল্যান সংগীত বিদ্যাপীঠ।




    অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য উৎসব কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content