• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে আগুনে পুড়েছে ৭ বসতঘর

      প্রতিনিধি ২ মে ২০২৪ , ১১:১৩:১০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা রোসাংগিরী ইউনিয়নের বিল্লাহ আগুনে পুড়েছে ৭বসতঘর। ১মে বুধবার বিকেল ৪টা উপজেলা রোসাংগীরি ইউনিয়নের বিল্লাহ মুন্সি বাড়িতে এ অগ্নিকান্ড ঘটনা ঘটে।

    আগুনে ৭ বসতঘর পুড়ে চাই হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ অন্তত ১৫ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলে জানা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হচ্ছে মুহাম্মদ আলী আকবর,মুহাম্মদ জসিম, মনজুরা খাতুন,নাজমা আকতার, মোহরম আলী, মুহাম্মদ আরিফ, জরিনা বেগম।




    প্রত্যক্ষদর্শিরা জানান বিকেল ৪টায় ওই বাড়ির আরিফের বসতঘরের চুলা থেকে আগুনের লিলিহান শিখা জ্বলতে দেখে এলাকার লোকজন দিকবেদিক থেকে ছুটে আসে আগুন নিভানোর চেষ্টা করে।




    এই বিষয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবু ডলার ত্রিপুরা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনার আগে এসব ঘর পুড়ে চাই হয়ে যায়। রোসাংগীরি ইউনিয়নের সদস্য মুহাম্মদ সেলিম জানান মোট ৭টি ঘর পুড়ে চাই হয়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে খাদ্যদ্রব্য দিয়ে সহায়তা করতে।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content