• সারাদেশ

    বেনাপোল বন্দরে বিপুল পরিমান চিংড়ি মাছের চালান আটক

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ১১:১১:২৫ প্রিন্ট সংস্করণ

    মো: ওমর সিয়াম: মিথ্যা ঘোষনায় ভারত থকে আমদানিকৃত সামুদ্রিক মাছের ট্রাকে বিপুল পরিমান চিংড়ি মাছ আটক  করেছেন কাস্টমস কর্মকর্তরা। 

    সোমবার ২৯ এপ্রিল বিকেলে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে মিথ্যা ঘোষনা দিয়ে সামুদ্রিক মাছের ট্রাকে চিংড়ি মাছ আমদানি করে সরকারের ১৫ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল বলে কাস্টমস সুত্র জানায়। 




    পণ্য চালনটির আমদানিকারক প্রতিষ্ঠান খুলনার বুলবুল ট্রেডার্স, পণ্য চালানটি খালাসের দায়িত্বে ছিল বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট শহিদ ট্রেডিং কর্পোরেশন। পণ্য চালানটির ভারতীয় ট্রাক নং- ডই-২৩-ঋ-৮৩০৩
     
    আমদানিকৃত মাছের কাস্টম বিল অব এন্ট্রি নম্বর সি-৩৭৩৮১  তারিখ:- ২৯/০৪/২৪। যার বিন নম্বর-০০২০৭৩৪০৬। 




    মাছের চালানটিতে ঘোষনা দেওয়া হয়, ৮৭ কার্টুন মাছ যার ঘোষিত নীট ওজন ৫ হাজার ১৭ কেজি, কিন্ত কাস্টমস কর্তৃপক্ষ মিথ্যা ঘোষনায়, ১১ প্যাকেজ মাছ বেশী পায়। আকারে বড় ও অতিরিক্ত ৪৭০ কেজি চিংড়ি মাছ আটক করেন। আমদানিকৃত চিংড়ি মাছের চালানে ১৫ লক্ষ টাকার রাজস্ব ফাকি দেওয়া হচ্ছিল। 




    বেনাপোল কাস্টমস কমিশনার মো: আব্দুল হাকিম জানান, গোপন সুত্রে খবর পেয়ে ভারত থেকে আমদানি করা একটি সামুদ্রিক মাছের চালানের ট্রাকে তল্লাশী করা হয়। তল্লাশী করে ঘোষনার অতিরিক্ত ১১ প্যাকেজে ৪৭০ কেজি বড় আকারের  চিংড়ি মাছ পাওয়া যায়। এবং তা আটক করা হয়। এ ব্যাপারে আমদানিকারকের বিন লক করা হবে এবং সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হবে। 

    আরও খবর 4

    Sponsered content