• মহানগর

    বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচকে ঘিরে থাকবে ৫ স্তরের নিরাপত্তা

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৪ , ৯:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৩ মে থেকে ৭ মে ৩টি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজ খেলতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে বাংলাদেশ ক্রিকেট দল এবং আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে চট্টগ্রামে আসবে জিম্বাবুয় ক্রিকেট দল।




    সিরিজ ঘিরে নিরাপত্তার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেট ম্যাচকে সামনে রেখে হোটেল, সড়ক ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে। চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং হোটেলে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

    এছাড়াও স্টেডিয়ামে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এদিক বাংলাদেশ-জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের আসন্ন চট্টগ্রাম সফর উপলক্ষে নিরাপত্তার সমন্বয় সভা বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নগরের দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।




    সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো.আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিসিবি, জেলা প্রশাসন, ওয়াসা, চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, এপিবিএন, ফায়ার সার্ভিস, র‍্যাব, বিআরটিএ, সিএমসিএইচ, বিপিডিবি, রেডিসন ব্লু হোটেলের সিকিউরিটি অফিসারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content