প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৪ , ৯:১৫:২১ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ১৪ এপ্রিল রবিবার সকাল ৯টায় ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজিত ১ বৈশাখ বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভা যাত্রা, দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।
বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম এডঃ মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ মিছবাহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মুহাম্মদ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আরেফিন আজিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বাবু সুচয়ন চৌধুরী, ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতি -২এর জোনাল ম্যানেজার মুহাম্মদ আব্দুস ছালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ ছফি উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হোসেন, উপজেল শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হাসানুল কবির, ডক্টর সেলিম রেজা সহধর্মিণী কবি জেসমিন ইসলাম, উপজেলা নির্বাহী সহধর্মিণী মিসেস মোজাম্মেল হক চৌধুরী, মাস্টার মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী ও পল্লবী খাস্তগীর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ খায়রুল বশর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ বোরহান উদ্দিন, গৌতম সেনসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী।
মেলায় নাগরদোলা বিভিন্ন স্টোল পরিদর্শন করেন অতিথি বৃন্দগন। বক্তারা বলেন অতিতের সমস্ত গ্লানি ভুলে গিয়ে নতুনকে বরণ করে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে হবে। কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের কবিতার চরন এসো হে বৈশাখ এসো এসো এই গানটির সুরে সুরে মুচ্চান্ন হয়ে উঠে সারা উপজেলা পরিষদের মাঠ।