• বিনোদন

    ডিগবাজি নয়, এবার ‘বিড়ি’ দিয়ে চমক দিলেন জায়েদ খান

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৪ , ১০:৫৬:২৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: ‘ডিগবাজি’ নয় এবার ‘বিড়ি’ দিয়ে চমক দিলেন ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি একটি গানের মিউজিক ভিডিওতে দেখা গেল এ অভিনেতাকে।

    যেখানে তাকে গায়কের কণ্ঠে ঠোঁট মেলাতে দেখা গেছে, ‘কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে, টানতে টানতে টানতে সব শেষ হইয়া যায়, বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের থাকে না আনসার। ’




    গানের তালে তালে নাচতেও দেখা গেছে জায়েদকে। এতে ঝলমলে পোশাকে নব্বই দশকের হিরোর লুকে হাজির হয়েছেন ঢালিউডের এ ভাইরাল হিরো।

    এমন অদ্ভুত কথার গান ও জায়েদের নাচ এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। অনেকের মতে, ঈদের আনন্দের মধ্যে এ গান ভিন্ন স্বাদ যোগ করল।

    ঈদের আনন্দ বাড়াতে দর্শকদের ভিন্ন স্বাদ দিলেন এ অভিনেতা।




    গানটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ বলেন, সম্পূর্ণ অন্যরকম এক অভিজ্ঞতা। কাজটা করে দারুণ লাগছে। আমার বিশ্বাস, ঈদ উৎসবে গানটি দর্শকদের দারুণ আনন্দ দেবে।

    চাঁদরাতের দিনই টিএম প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীত পরিচালনায় এ গানে কণ্ঠ দিয়েছেন গায়ক পারভেজ সাজ্জাদ।

    0Shares

    আরও খবর 20

    Sponsered content