• জাতীয়

    শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

      প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৪ , ১০:৪৮:২২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের আকাশে বুধবার (১০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

    এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। গতকাল (৯ এপ্রিল) দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রমজান পূর্ণ হয়েছে। সেই হিসেবে বৃহস্পতিবার ঈদ হচ্ছে তা আগেই জানা ছিল।




    গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছিলেন, মঙ্গলবার দেশের সাতটি বিভাগীয় ও ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়। কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে রমজানের ৩০ দিন পূর্ণ করা হবে। সেই হিসেবে বৃহস্পতিবার (১১ এপ্রিল) শাওয়াল মাসের ১ তারিখ পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।




    ঈদের প্রধান জামাত

    দেশে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ পড়বেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।




    ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত

    পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। পরে এক ঘণ্টা পর পর বাকি ৪টি জামাত হবে। শেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে এগারোটায়।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content