• দক্ষিণ চট্টগ্রাম

    করাত কল বসিয়ে গাছ কাটার দায়ে জরিমানা

      প্রতিনিধি ২৮ মার্চ ২০২৪ , ১০:৩৩:২১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বন বিভাগের লাইসেন্স ছাড়া করাত কল পরিচালনা করা ও অবৈধভাবে পাহাড়ি গাছ বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণের পটিয়া রেঞ্জসহ যৌথ মোবাইল কোর্ট অভিযানে এই জরিমানা করা হয়।




    অভিযান বন বিভাগ চট্টগ্রাম দক্ষিণের পটিয়া রেঞ্জ অফিসার মো. নুরে আলম হাফিজ ও তার টিম, চন্দনাইশ থানার এএসআই নাদিম আকতার ও তার টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।




    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেটিক চাকমা বলেন, বন বিভাগের লাইসেন্স ছাড়া করাত কল পরিচালনা করা ও অবৈধভাবে পাহাড়ি গাছ বিক্রির দায়ে মেসার্স সফিয়া স’মিলের স্বত্বাধিকারী আলী আমজাদকে ১০ হাজার টাকা, মেসার্স খাজা স’মিলের জাহাঙ্গীর আলমকে ২ হাজার টাকা এবং মেসার্স ভাই ভাই স’মিলের মো. লোকমান হাকিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content