• মহানগর

    এমএসকে ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করছে : এম সোলাইমান কাসেমী

      প্রতিনিধি ২৮ মার্চ ২০২৪ , ১০:২৭:৫৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরীতে এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় এবং কর্মহীন রোজাদারদের মাঝে ২৮ মার্চ ২০২৪ (বৃহস্পতিবার) ঈদবস্ত্র ও ঈদ উপহার বিতরণ করা হয়। এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা রহিম উল্লাহ, জাইনুল মোস্তফা, মাওলানা ইমরানুল হক সাঈদ, মোহাম্মদ জাফর, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ মিশকাত, মোহাম্মদ হাচ্ছান প্রমুখ।




    অনুষ্ঠানে এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, দীর্ঘদিন ধরে এমএসকে ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করে আসছে। তিনি ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে তিনি দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের মাঝে ঈদবস্ত্র, ইফতার ও সেহেরীসহ আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content