• সারাদেশ

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৪ , ১১:১২:৫৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: ওমর সিয়াম: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর বেনাপোল আইসিপির নৌম্যানসল্যানডে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

    বিজিবি প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সুবেদার মোঃ মিজানুর রহমান এবং বিএসএফ পক্ষে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সাব ইন্সপেক্টর সাদমির সিং ।




    বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, যশোর রিজিয়নের অপারেশন অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাজহার পিএসসি,এসি, পিবিজিএম, যশোর (৪৯বিজিবি) এর অধিনায়ক,লেঃ কর্নেল আহম্মেদ হাসান জামিল, ও সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা।
    বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ডিআইজি শ্রী তারনি কুমার বিএসএফ কলকাতা,স্টাফ অফিসার অজয় কুমার শর্মা,অবিনাশ কুমার,১৪৫/উপ অধিনায়ক শ্রী অলক কুমার।




    প্যারেড শেষে বিজিবি ও বিএসএফের অফিসাররা প্যারেড কমান্ডারদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।




    0Shares

    আরও খবর 4

    Sponsered content