প্রতিনিধি ১৫ মার্চ ২০২৪ , ১০:৩৫:২১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: পূর্ব ঘটনার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেইট ও রেল ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে।
শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
এদিকে স্থানীয়দের অবরোধের ফলে এক নম্বর গেইট থেকে হাটহাজারী ও বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট পর্যন্ত বন্ধ রয়েছে যান চলাচল।
এর আগে গত মঙ্গলবার (১২ মার্চ) চবি ছাত্রলীগ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়নি দাবি করে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবারের ঘটনায় হাটহাজারী থানায় মামলা করতে গেলে মামলা গ্রহণ করা হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করলেও তার রিপোর্ট এখনও দেয়নি। জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। তাই তারা এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে।
এদিকে রেলক্রসিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়দের এ আন্দোলন চলমান রয়েছে। অপরদিকে চবি ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আটকে দিয়েছে এ ঘটনার প্রতিবাদে।