• বিনোদন

    বলিউডে পা রাখছেন উরফি

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২৪ , ১০:২০:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: অদ্ভূত সব পোশাকের কারণে সব সময়ই আলোচনায় থাকেন উরফি জাভেদ। এখন শোনা যাচ্ছে খুব শিগগিরই তিনি পা রাখতে যাচ্ছেন বলিউডে।

    হিন্দি সিনেমাতে অনেক দিন ধরেই অভিনয় করতে চাইছিলেন উরফি। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি।




    আগামী মাসে মুক্তি পাচ্ছে ‘লাভ সেক্স অউর ধোকা’র সিক্যুয়েল। শোনা যাচ্ছে, এই সিনেমাতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। এর আগে জানা গিয়েছিল, সিনেমাতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন তুষার কাপুর ও মৌনী রায়। এ বার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার।




    সিনেমার বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা এক জন সমাজমাধ্যম প্রভাবীর চরিত্র নির্মাণ করেছেন। সব দিক বিবেচনা করে, তারা উরফিকেই পছন্দ করেন।

    বিতর্ককে কখনোই দিন পাত্তা দেননি উরফি, সেটা নিজের কাজেকর্মে বুঝিয়ে দেন তিনি। এ বার অভিনয়ে তিনি ভক্তদের মন জয় করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।

    0Shares

    আরও খবর 20

    Sponsered content