• জাতীয়

    ৪৮ ঘণ্টা না যেতেই রওশনের জাপা থেকে সেন্টুর পদত্যাগ

      প্রতিনিধি ১১ মার্চ ২০২৪ , ১১:০৮:১৩ প্রিন্ট সংস্করণ

    ডেস্ক রিপোর্ট: রওশন এরশাদের জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু। কাউন্সিলের ৪৮ ঘণ্টা না পেরুতেই তিনি পদত্যাগ করলেন।

    সোমবার (১১ মার্চ) বিকালে রওশন এরশাদ বরাবর নিজ স্বাক্ষরিত এক পদত্যাগপত্র জমা দেন সেন্টু। এতে পারিবারিক ও স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছে বলে উল্লেখ করেন তিনি।




    এর আগে বিভিন্ন অনিয়ম নিয়ে জিএম কাদেরের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বললে দলীয় পদ হারান সেন্টু। সেন্টুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে মহানগর উত্তরের ৬ শতাধিক নেতাকর্মীও পার্টি থেকে পদত্যাগ করেন।

    শফিকুল ইসলাম সেন্টু জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন।




    আরও খবর 17

    Sponsered content