• মহানগর

    ইপিজেডে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি খোকন আটক

      প্রতিনিধি ১১ মার্চ ২০২৪ , ১০:৫৬:৪৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    সিটি রিপোর্টার: নগরীর ইপিজেড থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে সিআর-১৫/২২, ধারা-এন আই এ্যাক্ট ১৩৮ ধারায় সাজাভুক্ত পলাতক আসামি মোঃ খোকন কে গতকাল আটক করা হয়েছে।

    ইপিজেড থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ হোছাইন এর নির্দেশনায় এএসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম ও এএসআই বিষ্ণু কান্তি দে, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার তালতলা গলির নিকটস্থ বাসায় অভিযান চালিয়ে সিআর-১৫/২২, ধারা-এন আই এ্যাক্ট ১৩৮ ধারার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ খোকন’কে ধৃত করে থানায় নিয়ে আসে।




    গ্রেফতারকৃতর মোঃ খোকন, পিতা-মৃত আবুল বশর, সাং- সুফি বাড়ি (তালতলা), নেভী হাসপাতাল গেট,থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।

    এসময় পুলিশ সংবাদ মাধ্যমে জানায়, ধৃত ব্যক্তির বিরুদ্ধে একটি ব্যাংকের চেক প্রতারণা মামলায় আটক দেখিয়ে আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মোঃ হোসাইন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content