• মহানগর

    আগ্রাবাদে অবৈধ স্থাপনা উচ্ছেদে চসিকের অভিযান

      প্রতিনিধি ৫ মার্চ ২০২৪ , ১১:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে চসিক।

    মঙ্গলবার (৫ মার্চ) চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, চৈতী সর্ববিদ্যা কমার্স কলেজ সড়ক, বাদামতলী মোড়, সিজিএস বিল্ডিং, এক্সেস রোড, শিশুপার্ক সড়ক এবং মা ও শিশু হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করেন।




    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ অভিযানে সহায়তা করে। অভিযান সমন্বয় করেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।




    আবুল হাশেম জানান, জনগণের ফুটপাত জনগণের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে সিটি মেয়র অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। তাঁর নির্দেশে নিউমার্কেট মোড়ে অভিযান এবং মনিটরিংয়ের মাধ্যমে রাস্তা ও ফুটপাত উন্মুক্ত করার পর আজ আমরা আগ্রাবাদ ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। পুনর্দখল ঠেকাতে উচ্ছেদ এবং উচ্ছেদ করা স্থানে মনিটরিং চলমান থাকবে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content