• মহানগর

    বন্দর-ইপিজেড পতেঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত

      প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:৫৯:৪০ প্রিন্ট সংস্করণ

    হোসেন বাবলা: চট্টগ্রাম মহানগরের বন্দর-ইপিজেড ও পতেঙ্গায় পবিত্র শবে বরাত উপলক্ষে প্রায় সকল মসজিদ মাদ্রাসা ও এতিমখানা,খানকায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। রোববার বিকেলে আরবি মাসের শাবানের ১৪ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হয়।




    বন্দর জোন এলাকার ইপিজেড থানাধীন ঐতিহ্যবাহী আলী‌ শাহ জামে মসজিদে নামাজ শেষে হাজার হাজার মুসল্লিদের সমাগম ঘটে।এই রজনীতে হাদীস শরিফের পরিভাষায় -ই- ব্যবহার করা হয়েছে। তবে উপমহাদেশে যুগ যুগ ধরে শবে বরাত নামেই রাত্রির বহুল পরিচিত রয়েছে।বিজ্ঞ ইসলামী চিন্তাবিদগণ এ রাত্রি কে লাইলাতুল বারাআত বা নিষ্কৃতির রাত অথবা গুনাহ মাফের রাতও বলে থাকেন।




    দক্ষিণ হালিশহরের বন্দরটিলাস্থ ঐতিহ্যবাহী হযরত আলী শাহ জামে মসজিদে রোববার রাতে বাদে ঈশা বরাত রজনীতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন নবাগত খতীব ও পেশ ইমাম। এছাড়া অত্র এলাকা প্রসিদ্ধ আলী শাহ মাজার জিয়ারত করতে হাজার হাজার মানুষ রাত ভর ইবাদত বন্দেগী করতে দেখা গেছে। একই সাথে অন্যান্য ধর্মীয় মসজিদ মাদ্রাসা গুলোতে চলছে ইবাদত বন্দেগী।

    বাদে ফজর বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে বিশেষ এই মহতী দিবস পালিত হয়েছে।

    আরও খবর 25

    Sponsered content