• মহানগর

    চবি চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

      প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৫০:৫৬ প্রিন্ট সংস্করণ

    চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চকরিয়া- পেকুয়ার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম এর নবীনদের বরণ ও প্রবীণদের বিদায় ফোরামের সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলাম এর সঞ্চালনায় ও সভাপতি সায়েদ কবিরের সভাপতিত্বে সামাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে সফলভাবে সমাপ্ত হয়েছে।




    সদ্য অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ সাবেক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক)। সকালে অমর একুশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আকতার।

    প্রধান বক্তা ছিলেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর আবদুল হক।




    বক্তব্য রাখেন উক্ত সংগঠনের উপদেষ্টা ড.লায়ন সানাউল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর নুরুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোরশেদুল ইসলাম,ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা আজিজ, সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক আফজালুর রহমান,চারুকলা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক হায়দারী আন্দালুসিয়া, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রফিকুল আলম ও এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। এছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের স্মৃতিচারণ করেন।




    অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, নবীন শিক্ষকদের ক্রেস্ট প্রদান, নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্যালেন্ডার উন্মোচন, ক্রোড়পত্র প্রকাশ, সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার প্রদান, উপস্থিত সকলের জন্য টিশার্ট প্রদান, সকালের নাস্তা, মধ্যাহ্নভোজসহ আরো নানাবিধ আয়োজনে মুখরিত ছিল। সংগঠনটি শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত চকরিয়া-পেকুয়ার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

    আরও খবর 25

    Sponsered content