• মহানগর

    মিষ্টিতে ব্যবহার হচ্ছে ‘হাইড্রোজ’, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে জরিমানা

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৩২:৩০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ‘হাইড্রোজ’ ব্যবহারের অভিযোগে ‘দোহা ফুড প্রোডাক্টস লিমিটেড’ নামে এক প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।




    মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পটিয়ায় অভিযানে গিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম ওই বেকারিকে জরিমানা করে।

    জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, বেকারিটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছিল। তাছাড়া খাদ্যে হাইড্রোজ ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।




    যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি তৎক্ষণাত প্রায় ৩৮০ কেজি মিষ্টি জব্দ ও ধ্বংস করা হয়। জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মশিহুর রহমান দেওয়ানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content