• মহানগর

    গ্রেপ্তার এড়াতে ১৬ বছর আত্মগোপনে, অবশেষে ধরা

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৪৯:১২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক:: ১৬ বছর আত্মগোপনে থাকা ভোলার চরফ্যাশন এলাকার একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. মোস্তফা মিয়া প্রকাশ মোস্তফা মেকার (৫৫)-কে নগরের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

    মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।মোস্তফা ভোলা জেলার চরফ্যাশন থানাধীন উত্তর মাদ্রাজ এলাকার মৃত আবু বক্কর মুন্সীর ছেলে।




    র‌্যাব জানায় , ২০০৮ সালে হত্যার হুমকিসহ একজনকে আঘাতের অভিযোগে ভোলা জেলার চরফ্যাশন থানায় মামলা রুজু হয়।

    ওই মামলার বিচার কার্যক্রম চলাকালে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, সোমবার অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জা আ, গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৬ বছর যাবৎ চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল সে।




    আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চরফ্যাশন থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content