প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:১৬:১৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবদেক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ(আইজিপি), চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণকে র্যাংক ব্যাজ পরিধান করিয়েছেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং পুনাক সিএমপি’র সভানেত্রী রীতা দাস সহ পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তাগণ ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে এই পদক প্রদান করা হয়েছে বলে সিএমপি সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় আইজিপি পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ কে ফুল দিয়ে অভিনন্দিত করেন এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণও আইজিপি কে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়েছে বলেও সূত্র জানায়।