• বিনোদন

    ডিভোর্সের ঘোষণা মাহিয়া মাহির

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:৩০:৩৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: সংসার জীবন ভালো যাচ্ছে না চিত্রনায়িকা মাহিয়া মাহির। আর এ কারণেই সংসারে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার স্বামী রাকিব সরকার।

    বিষয়টি সামাজিকমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় জানিয়েছে মাহি নিজেই।




    মাহি আরও জানান, এরইমধ্যে তারা আলাদা থাকা শুরু করেছেন।

    তিনি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে।

    কান্নাজড়িত কণ্ঠে মাহি বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।




    এর আগে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন মাহি। তাদের এই সংসারে একটি পুত্রসন্তান ফারিশ রয়েছে।

    এর আগে ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সেই বিয়ের পর পাঁচ বছরের সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।

    0Shares

    আরও খবর 20

    Sponsered content