• মহানগর

    বঙ্গবন্ধু টানেলে একসাথে ৫টি গাড়ি দূর্ঘটনার শিকার

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৪৪:২৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মু:হোসেন বাবলা: চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে প্রায় ঘটছে দূর্ঘটনা। এবার একসাথে ৫টি গাড়ি দূর্ঘটনার শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




    শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস।

    চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন বলেন, রাতে বঙ্গবন্ধু টানেলের ভেতরে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার অন্যকয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে একই লাইনে থাকা ৫টি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়। এর মধ্যে ৩টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস রয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।




    তিনি জানান, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content