• মহানগর

    সিরাজুল হক মিয়া আওয়ামী লীগের দুঃসময়ের অকুতভয় কান্ডারী

      প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:০৮:১৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম সিরাজুল হক মিয়ার ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

    শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাইশ মহল্লা কবরস্তানে মরহুমের কবরে দোয়া ও মুনাজাত শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।

    মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।




    এসময় বক্তা বলেন, প্রয়াত জননেতা সিরাজুল হক মিয়া আওয়ামী লীগের দুঃসময়ে দলকে সুসংগঠিত করার জন্য যে অবদান রেখে গেছেন তার ভিত্তির ওপর দাঁড়িয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।

    তাই আজকে যারা আওয়ামী লীগ করছে তাদের জন্য সিরাজুল হক মিয়ার জীবন ও কর্ম অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।




    স্মরণ সভায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, উপদেষ্টা সফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, আওয়ামী লীগ নেতা জামসেদুল আলম চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের হাজী আলী বক্স, গোলাম মোহাম্মদ জুবায়ের, মুজিবুল হক পেয়ারু, ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক ও আতাউল্লাহ প্রমুখ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content