• সারাদেশ

    সাত মামলার বিচারাধীন আসামি শীর্ষ সন্ত্রাসী মারুফ হোসেন গ্রেফতার

      প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:৪২:০৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: ওমর সিয়াম: যশোরের বেনাপোল থেকে সাত মামলার বিচারাধীন আসামি শীর্ষ সন্ত্রাসী মারুফ হোসেনকে (৩৭) পিস্তল, ম্যাগজিন, গুলি ও মোটরসাইকেলসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মারুফ বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।




    ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, ডিবি পুলিশের এসআই রইস, এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত একটি টিম বেনাপোল এলাকায় অভিযান পরিচালনা করে। তারা গোপনে খবর পেয়ে কৃষ্ণপুরের জনৈক নুরুল ইসলামের বাড়ির পাশের রাস্তার উপর থেকে মারুফকে আটক করে।




    এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    ডিবি পুলিশের ওসি রুপন কুমার আরো জানান, আটক মারুফের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা, একটি অস্ত্র মামলাসহ সাতটি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়াও একটি ওয়ারেন্ট মূলতবী রয়েছে। আটক মারুফকে পোর্ট থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

    0Shares

    আরও খবর 4

    Sponsered content