প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:০১:৩৭ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: সমবেত কণ্ঠে জাতীয় সংগীত। ব্যান্ডপার্টির বাদ্য, চিরায়ত নাচ, দেশের গান, কথামালা, বেলুন ও পায়রা উড়ানোসহ বর্ণিল আয়োজন।উচ্ছ্বসিত হাজারো শিক্ষক-শিক্ষার্থীর মিলনমেলা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নগরের প্যারেড মাঠে (চট্টগ্রাম কলেজ মাঠ) চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পর্বের দৃশ্য এটি।
বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী।
শিক্ষার্থীদের মানবিক গুণাবলি বিকশিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃতিচর্চা বাড়ানোর আহ্বান জানিয়ে মেয়র বলেন, সংস্কৃতিচর্চা শিশুদের মানবিক গুণাবলির বিকাশ ঘটায়। শিশুদের নৈতিকতাবোধসম্পন্ন, সংস্কৃতিমনা আধুনিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দিতে হবে, বাড়াতে হবে সংস্কৃতিচর্চা।
শিক্ষার্থীদের মাঝে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে এ বছর প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে চসিক। এ ছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টও থাকছে এবারের আয়োজনে।
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনি, নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, এম আশরাফুল আলম, আতাউল্লাহ চৌধুরী, মো. ইলিয়াস, নূর মোস্তফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগ, শাহীন আকতার রোজী, রুমকি সেনগুপ্ত, আনজুমান আরা বেগম, প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, শাহরীন ফেরদৌসী, উপ-সচিব আশেকে রসুল টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।