• সারাদেশ

    বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৪ , ৯:৫৩:১০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আঃ জলিল: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ১শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। মঙ্গলবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রাম ও পুটখালী ট্যাংকির মোড় হতে পৃথক অভিযানে ১শ’ বোতল ফেনসিডিল সহ দুইজনকে গ্রেফতার করা হয়।




    গ্রেফতার কৃত আসামীরা হলেন, বেনাপোল পোট থানাধীন পুটখালী জেলে পাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে মো. বাহার আলী (৩২) ও বারপোতা গ্রামের হরিশ্চন্দ্রপুর গ্রামের ফকির আহম্মেদের ছেলে মো. আকবার আলী (৪২)।




    বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারপোতা বাজার জামে মসজিদের সামনে থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আকবার আলীকে গ্রেফতার করা হয়। এদিকে অপর এক অভিযানে পুটখালী গ্রামের ট্যাংকির মোড় হতে ৫০ বোতল ফেনসিডিলসহ বাহার আলী নামে আরো একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

    0Shares

    আরও খবর 4

    Sponsered content