• মহানগর

    ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৪ , ১১:৫৭:০৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: ফৌজদারহাট ডিসি পার্কের মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী পরিষদের সচিব মাহবুব হোসেন।

    বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ মেলা চলবে ২৪ ফেব্রয়ারি পর্যন্ত।




    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

    চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মো. আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন প্রমুখ।




    এক সময় মাদকের রাজ্য হিসেবে পরিচিত সীতাকুণ্ড উপজেলার ফৌজর্দাহাট সাগর উপকূলীয় বেড়িবাঁধ এলাকা। সে এলাকা এখন নানান ফুলে সুরভিত। সেখানে স্থান পেয়েছে রকমারি ১২৭ রকমের ফুল। এ ফুলের রাজ্যে দর্শনার্থীরা ঘুরতে এসে মুগ্ধ হয়েছেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content